Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ ডিসেম্বর ২০২১

কুতুবদিয়া দ্বীপকে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে জাতীয় গ্রিডে সংযুক্তকরণে চুক্তি স্বাক্ষর


প্রকাশন তারিখ : 2021-12-22

কুতুবদিয়া দ্বীপকে ৩৩ কেভি সাবমেরিন ক্যাবল এর মাধ্যমে জাতীয় গ্রীড সংযুক্তকরণের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও কনসোর্টিয়াম অফ জেএটিআই-পিএসডিসি-ইয়ংইন এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ২২ ডিসেম্বর (বুধবার) বিদ্যুৎ ভবনের মুক্তি হলে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিউবো চেয়ারম্যান প্রকৌশলী মোঃ বেলায়েত হোসেন। বিউবো’র  সদস্য বিতরণ প্রকৌশলী মোঃ শামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে পিএসডিসি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ গিয়াসউদ্দিন, বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিউবো’র সদস্যবর্গসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ বিভাগের সচিব মোঃ হাবিবুর রহমান বলেন, দেশে শতভাগ বিদ্যুতায়ন বাস্তবায়ন করতে গিয়ে যেসব স্থানকে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা সম্ভব হয়নি সেসব স্থানের জন্য বিকল্প পদ্ধতিতে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। তারই অংশ হিসেবে কুতুবদিয়া দ্বীপকে সাবমেরিন কাবলের মাধ্যমে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট কোম্পানি নির্ধারিত সময়ের মধ্যে সাবমেরিন ক্যাবল স্থাপনের কাজ শেষ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিউবো চেয়ারম্যান প্রকৌশলী মোঃ বেলায়েত হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশে প্রায় শতভাগ বিদ্যুতায়ন সম্ভব হয়েছে। তিনি বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে। কুতুবদিয়া চ্যানেলে যে সাবমেরিন ক্যাবল স্থাপন করা হবে তার মাধ্যমে কুতুবদিয়াবাসী জাতীয় গ্রিড থেকে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সুবিধা ভোগ করতে পারবে বলে তিনি উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে বিউবো’র সদস্য বিতরণ প্রকৌশলী মোঃ শামছুল আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার যে অঙ্গীকার করেছেন, সেটা বাস্তবায়নে এই চুক্তি স্বাক্ষর বড় ভূমিকা রাখবে।

উল্লেখ্য, স্বাক্ষরিত চুক্তিতে ১ টি রিভার ক্রসিং টাওয়ার সহ ১৫ কিঃমিঃ ৩৩ কেভি ওভারহেড লাইন নির্মাণ, ১ টি রেগুলার টাইপ ৩৩/১১ কেভি উপকেন্দ্র নির্মাণ ও ৫ কিলোমিটার দীর্ঘ ৩৩ কেভি সাবমেরিন ক্যাবলের মাধ্যমে জাতীয় গ্রিডের সঙ্গে কুতুবদিয়াকে সংযুক্তকরণ কাজ অন্তর্ভুক্ত রয়েছে। চুক্তি মূল্য ১০৪ কোটি ৪২ লাখ টাকা। চুক্তি অনুযায়ী ১৮ মাসের মধ্যে সকল কাজ সম্পন্ন করা হবে।

চুক্তিতে বিউবো’র পক্ষে সচিব মোহাম্মদ সেলিম রেজা ও কোম্পানির পক্ষে পিএসডিসি’র পরিচালক ইশতিয়াক আহমেদ স্বাক্ষর করেন।