Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ August ২০২১

করোনা ভাইরাসে সেবাদানকারীদের হয়রানি করলে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে


প্রকাশন তারিখ : 2020-04-20

করোনা ভাইরাস মোকাবেলায় জীবনের ঝুঁকি নিয়ে সম্মানিত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ জনগণকে সেবা প্রদান করে যাচ্ছেন। অপরদিকে সরকারী নির্দেশনায় করোনা আক্রান্ত মানুষ হোম কোয়ারেন্টাইনে আছেন যাতে করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়াতে না পারে।

 

শোনা যাচ্ছে, কিছু বাড়িওয়ালা এসকল নিবেদিতপ্রাণ চিকিৎসা সেবা প্রদানকারী ব্যক্তিদেরকে এবং হোম কোয়ারেন্টাইনে থাকা করোনা আক্রান্ত মানুষকে বাড়ি ছেড়ে দেয়ার জন্য হয়রানিমূলক আচরণ করছেন যা খুবই দুঃখজনক ও অমানবিক। এসময় এসকল নিবেদিতপ্রাণ চিকিৎসা সেবাদানকারী ও করোনা আক্রান্তদের পাশে দাঁড়ানো নৈতিক ও মানবিক দায়িত্ব।

 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সিদ্ধান্ত নিয়েছে যে, জীবনের ঝুঁকি নিয়ে সেবাদানকারী চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তি, জরুরী সেবাদানকারী ব্যক্তি, সংবাদকর্মী এবং করোনা আক্রান্ত হোম কোয়ারেন্টইনে থাকা কোনো ব্যক্তিকে কোনো বাড়িওয়ালা কর্তৃক হয়রানি করার তথ্য পাওয়া গেলে ঐসকল বাড়িওয়ালা বা হয়রানিকারীর বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হবে।

 

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (ও পল্লী বিদ্যুত সমিতিসমূহ), ডিপিডিসি, ডেসকো, নেসকো, ওজোপাডিকোর ওয়েবসাইটে দেয়া কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ ও গ্রাহক সেবা কেন্দ্রের টেলিফোন নম্বরে যোগাযোগ করে উক্তরূপ কোনো হয়রানির তথ্য জানানো যেতে পারে। এধরনের অভিযোগ পাওয়ার পর যাচাই করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের ব্যবস্থা নেয়া হবে।

 

অনুরুপভাবে সংশ্লিষ্ট গ্যাস বিতরণ কোম্পানিতে উক্ত ওয়েবসাইটে দেয়া কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ ও গ্রাহক সেবা কেন্দ্রের টেলিফোন নম্বরে যোগাযোগ হয়রানির তথ্য জানানো হলে গ্যাস সংযোগ বিচ্ছিন্নের ব্যবস্থা নেয়া হবে।